একাধিক গান নিয়ে মাহেদী

চিত্র : এমডি মাহেদী হাসান

বিনোদন ডেস্ক : এ প্রজন্মের কণ্ঠশিল্পী এমডি মাহেদী হাসান। এরই মধ্যে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। এখন একাধিক নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত এ গায়ক। একাধিক সুরকারের সুরে এরই মধ্যে নিজের নতুন গানগুলোর কাজ শুরু করেছেন তিনি।

মাহেদী হাসান বলেন, নানামুখী ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি। শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, দেশের গুণী কয়েকজন গীতিকার ও সুরকারের সুরে তিনটি গান করছি। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। প্রতিটি গানেই চমক থাকবে, এতটুকু বলতে পারি।

মাহেদী হাসানের প্রথম অ্যালবামের নাম ছিল ‘ভোরের শুকতারা’। সেই অ্যালবামের মাধ্যমে বেশ ভালো সাড়া পেয়েছিলেন এ শিল্পী।