September 14, 2024

মাইক্রোতে ৩৯ কেজি গাঁজা, যুবক আটক

1 min read

চাঁদপুরে একটি মাইক্রোবাস থেকে ৩৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় ইলিয়াস রহমান সজল (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শনিবার (১০ জুন) সন্ধ্যায় মাইক্রোবাসসহ ওই যুবককে আটক করা হয়।


ইলিয়াস রহমান সজল বরিশালের বাকেরগঞ্জ থানার দুধলমৌ গ্রামের সালাম খানের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে ১৩ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ২

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁদপুরের দিকে একটি মাইক্রোবাস আসছে এমন গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়। এরইমধ্যে সন্দেহভাজন একটি মাইক্রোবাস বাবুরহাট এলাকায় আসা মাত্র তা চ্যালেঞ্জ এবং আটক করে তল্লাশি চালানো হয়; পাওয়া যায় কয়েকটি প্যাকেটে মোড়ানো ৩৯ কেজি গাঁজা।

আরও পড়ুন: গাঁজা বৈধ করে কতটা লাভবান হচ্ছে থাইল্যান্ড?

তিনি আরও জানান, বিপুল পরিমাণ এই গাঁজার চালানসহ আটক যুবকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না; তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান এমদাদুল ইসলাম মিঠুন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.